০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বাঘারপাড়ায় নিজ ঘরের স্টীলের বাক্সে থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার : স্বামী আটক”

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ১১৮

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টীলের বাক্সের মধ্যে থেকে সুচিত্রা দেবী (৫৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সন্দেহ জনক ঘাতক হিসেবে নিহতের স্বামী তপন ঠাকুরকে আটক করা হয়েছে।

গতকাল ৯ জুলাই বুধবার উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে বাঘারপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও প্রতিবেশীদের ধারণা, স্বামী তপন ঠাকুর নিজেই তাকে হত্যা করে লাশ বাক্সে লুকিযে রেখেছিলো। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার পর নিহতের স্বামী তপন ঠাকুর নিজেই ঘরের স্টীলের বাক্সের ভেতরে স্ত্রীর লাশ আবিষ্কার করেন। নিহতের মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত সুচিত্রা দেবীর দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে যারা শহরে থাকে।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, ফাঁকা বাড়িতে দুজনে বসবাস করলেও প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং সন্দেহ জনক ঘাতক হিসেবে নিহতের স্বামী তপন ঠাকুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় নিজ ঘরের স্টীলের বাক্সে থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার : স্বামী আটক”

আপডেট: ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টীলের বাক্সের মধ্যে থেকে সুচিত্রা দেবী (৫৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সন্দেহ জনক ঘাতক হিসেবে নিহতের স্বামী তপন ঠাকুরকে আটক করা হয়েছে।

গতকাল ৯ জুলাই বুধবার উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে বাঘারপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও প্রতিবেশীদের ধারণা, স্বামী তপন ঠাকুর নিজেই তাকে হত্যা করে লাশ বাক্সে লুকিযে রেখেছিলো। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার পর নিহতের স্বামী তপন ঠাকুর নিজেই ঘরের স্টীলের বাক্সের ভেতরে স্ত্রীর লাশ আবিষ্কার করেন। নিহতের মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত সুচিত্রা দেবীর দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে যারা শহরে থাকে।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, ফাঁকা বাড়িতে দুজনে বসবাস করলেও প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং সন্দেহ জনক ঘাতক হিসেবে নিহতের স্বামী তপন ঠাকুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।