বাঘারপাড়ার (চিত্রা মডেল কলেজে) রোস্তম আলী মোল্যার ৫ লাখ টাকা অনুদান প্রদান
- আপডেট: ০৭:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৫৫

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা কলেজের উন্নয়ন ফান্ডে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। মঙ্গলবার প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়।
রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন, তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি শামীম আকতার।
এ সময় প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম খান, অধ্যক্ষ কহিনুর আলম, প্রভাষক রফিকুল ইসলাম, হারান কুমার পাল, রোস্তম আলী, ইখলাছুর রহমান ও আতর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ এপ্রিল প্রতিষ্ঠানের উন্নয়নে ৭ লাখ টাকা অনুদান দেন নবাগত সভাপতি শামীম আকতার। কলেজ প্রতিষ্ঠার ২২ বছরে যেটি ছিলো সবচেয়ে বড় অনুদান।
দুপুরে সভা শেষে চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।