০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যৌথভাবে আসাদগেট এলাকায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও তিনটি রিকশা গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের মানবেতর অবস্থার খবর দেখে তাৎক্ষণিকভাবে সহানুভূতিশীল হন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। মানবিক বিবেচনায় বুধবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন তিনি।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানবিক কারণে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের সহায়তা করা হয়েছে, তবে আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না। ঢাকা শহরের প্রধান সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না।’

তিনি জানান, বেলকুচি সিরাজগঞ্জের মো. খলিল, ময়মনসিংহের রাসেল মিয়া ও বরিশালের সুমন মৃধাকে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

এসময় তিনি জানান, নিরাপদ এবং অনুমোদিত ব্যাটারি চালিত রিকশা ব্যবহারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে এবং ব্র্যাক-এর সহযোগিতায় প্রায় এক লাখ রিকশা চালককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু হবে।

চেক প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা এবং অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
১৩

ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি

আপডেট: ১১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যৌথভাবে আসাদগেট এলাকায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও তিনটি রিকশা গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের মানবেতর অবস্থার খবর দেখে তাৎক্ষণিকভাবে সহানুভূতিশীল হন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। মানবিক বিবেচনায় বুধবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন তিনি।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানবিক কারণে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের সহায়তা করা হয়েছে, তবে আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না। ঢাকা শহরের প্রধান সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না।’

তিনি জানান, বেলকুচি সিরাজগঞ্জের মো. খলিল, ময়মনসিংহের রাসেল মিয়া ও বরিশালের সুমন মৃধাকে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

এসময় তিনি জানান, নিরাপদ এবং অনুমোদিত ব্যাটারি চালিত রিকশা ব্যবহারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে এবং ব্র্যাক-এর সহযোগিতায় প্রায় এক লাখ রিকশা চালককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু হবে।

চেক প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা এবং অন্যান্য কর্মকর্তারা।