সারাবিশ্ব | তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2893 বার
আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্ব বিশেষ করে আরব দেশগুলোর ইচ্ছার প্রতি সম্মান না দেখিয়ে মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরায়েল সফরের অংশ হিসেবে তেলআবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধের মধ্যেই সেখানে যান জো বাইডেন। সেই সঙ্গে অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে বর্বরোচিত হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহতের ঘটনায় যখন গোটা বিশ্বের বিবেক কেঁদে উঠেছে ঠিক সেই বৈরী পরিস্থিতিতে মোড়ল রাষ্ট্র হিসেবে তেল আবিব সফর করছেন বাইডেন।
উড়োজাহাজ থেকে নেমে বুধবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য টাইমস অব ইসরায়েল। স্থানীয় সময় বেলা ১১ টার দিকে তেলআবিবে অবতরণ করে বাইডেনকে বহনকারী মার্কিন উড়োজাহাজটি। সেখান থেকে নেমে আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন বাইডেন। ইসরায়েলে দুই নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেফানি হ্যালেটের সঙ্গে করমর্দন করেন তিনি।
জো বাইডেনের সফরকে অবিস্মরণীয় উল্লেখ করে বেনিয়ামিন বলেন, `ইসরায়েলের কঠিনতম সময়ে বাইডেনের এমন উদাত্ত সমর্থন আমি চিরজীবন মনে রাখবো। তার এই সফরের মধ্যে দিয়ে মার্কিন নাগরিকদের সর্বাত্মক সমর্থনও প্রকাশ করে। যুদ্ধ শুরু পর থেকেই আমি আপনার নিরন্তর সমর্থন অনুভব করে আসছি।`
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর শুরু করবেন বাইডেন। এরপর তিনি ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। তবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারলেও কোনো আরব নেতার সঙ্গে এবার দেখা হচ্ছে না বাইডেনের। গতকাল মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় বাইডেনের জর্ডান সফর বাতিল করে আম্মান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ‘দেশটির বন্ধু হিসেবে কঠিন প্রশ্ন’ করার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত গাজা যুদ্ধে জেরুজালেমের কৌশল নিয়ে প্রশ্ন করবেন তিনি। ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।