শিরোনাম:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ‘ক্যাশিয়ার’ মিনতি মোশাররফ গুলশান থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত, তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, শরীয়তপুর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গুলশান-১ থেকে তেজগাঁও থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোশাররফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।