খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1103 বার
খুলনা অফিস :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তেরখাদায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ জন চিকিৎসক বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তেরখাদা উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নতুন বাসষ্ট্যান্ডে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপির নেতা চৌধুরী কওসার আলী, ইকরাম হোসেন জমাদ্দার, শেখ নাসির আহমেদ, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ শেখ কাফী সখা, জাবীর আলী, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ মাশকুর হাসান ফ্রান্স, তানভীর আহমেদ সুমন, ওয়াহিদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, মোল্লা মঞ্জুর, আরফিন, জাহিদুর রহমান, শোভন, আমিন গাজী নয়ন, আলমগীর হোসেন লালন, জিহাদুল হক, জাহিদ হাসান, আরিফুর রহমান আরিফ, তৌহিদ জমাদ্দার, সানি জমাদ্দার, জেলা স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, মোঃ ওহিদ শেখ, গোলাম মোস্তফা ভুট্ট, রাজু বিল্লাহ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সি, সদস্য সচিব শামীম আহমেদ রমিজ, সোহেল মল্লিক, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, আসাব চৌধুরী, মেহেদী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। মানুষের সেবা করাই হলো দলের নেতাকর্মীদের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার প্রচেষ্টায় আমাদের এ আয়োজন। বিএনপি ক্ষমতায় এলে আরও ব্যাপকভাবে জনমুখী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয়তাবাদী শক্তিকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ প্রদানসহ ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এতে প্রায় ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবাগ্রহণ করেন। উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য যে টাকা খরচ হতো; সেই টাকা দিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করে জনকল্যাণে ব্যয় করছি।