নিজস্ব প্রতিবেদক, শার্শা : এক যোগে দেশের ৫৭ জেলা পরিষদের সাথে যশোর জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্দলীয় ভাবে নির্বাচনে অংশ নেন। শার্শা ১ং ওয়ার্ডে মোট ১৪৩ ভোটরের মধ্যে ১৪০ জন ভোটারিধিকার প্রয়োগ করেছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শা উপজেলায় হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ৭৩ ভোট পেয়ে সদস্য পদে (তালা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দী (টিউবওয়েল) প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল আলম ৬৭ পেয়েছেন। মহিলা সংরক্ষিত আসনে সাহেলা জেসমিন ৯৪ (মাইক), শাহানা খাতুন ৪৬ (বল) ভোট পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে শার্শায় সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান প্রার্থী হিসেবে (ঘোড়া) প্রতিক নিয়ে ১৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীক নিয়ে মারুফ কামাল পেয়েছেন ১০ ভোট।
নিজের মনপছন্দ মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচন করেন। নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.