নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জয়ী হয়েছেন।তিনি মোট ২৬০ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম সৈয়দ ফয়জুল আমীর লিটু পেয়েছেন ১৭৮ ভোট।অপর প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব পেয়েছেন ১১৩ ভোট।উৎসবমূখর পরিবেশে সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নং ওয়ার্ডে (কালিয়া উপজেলা) সাধারণ সদস্য পদে শাহীন সাজ্জাদ (পলাশ), সংরক্ষিত মহিলা আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত) মোসা: শাহিনুর আক্তার রুমা, ২ নং ওয়ার্ডে (নড়াইল সদর উপজেলা) সাধারণ সদস্য পদে খোকন সাহা, ৩ নং ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা)সাধারণ সদস্য পদে সৈয়দ সামসুল আলম কচি ও সংরক্ষিত মহিলা আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের ৮ইউনিয়ন নিয়ে গঠিত) জেসমিন বেসরকাররি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভোট গননা শেষে সোমবার বিকেলে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
এ জেলায় ৩৯টি ইউনিয়ন,৩টি পৌরসভা ও ৩টি উপজেলা রয়েছে। মোট ভোট সংখ্যা ৫৫২। তার মধ্যে ৫৫১ ভোট কাষ্ট হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.