শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় উপজেলার ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য পেডিয়াট্রিক ফরমুলায় ফাইজার বায়োএনটেক কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রমের উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন।
১১ অক্টোবর মঙ্গলবার আড়পাড়া মডেল সরকারি প্রাইমারি স্কুলে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা.সাইমুন নিছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শালিখা মাগুরা।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা.মোঃ নাজমুল হাসান কনসাল্ট্যান্ট এ্যানেসথেসিয়া, ডা.মোঃ আফজাল হোসেন, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মুন্সী আবু হানিফ সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ, স্কুলের শিক্ষক বৃন্দ, উদ্বোধনী দিনে ৩০০ জন শিশুকে টিকা দেয়া হয়। পর্যায় ক্রকে ২৫ হাজার শিশুকে টিকা দেয়া হবে দ্বিতীয় ডোজ দেয়া হবে ৮ সপ্তা/৫৬ দিন পর। ডা.সাইমুন নিছা বলেন শিশুরা যেহেতু শিক্ষকদের কথা শোনে, তাই শিশুরা যেন টিকা নিতে আগ্রহী হয় সে বিষয়ে তাদের উদ্বুদ্ধকরণ করতে শিক্ষকদের পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.