ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারিককেলবাড়ীয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে। নারিকেলবাড়ীয়া বাজারের সৃজনী এনজিও শাখার ম্যানেজার কামাল পারভেজ জানায়, অফিসে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অজ্ঞাত নামা ৪/৫ জন দুর্বৃত্ত এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। তিনি আরও জানায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তার এনজিও অফিসে আগুন দিতে পারে বলে ধারন করছেন তিনি। এর আগে (চশমা) প্রতিকের লোকজন আনারস প্রতীকের বেশ কিছু লোকজকে মারধর করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন কোন তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আমি রাতেই উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। লিখিত আভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.