এসএম স্বপন,বেনাপোলঃ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মহা নবমীর গভীর রাত পর্যন্ত বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন, পুলিশ সুপার যশোর প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এ রাতে তিনি যশোর কোতয়ালী মডেল থানা, ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার বলেন, সমগ্র যশোর নিরাপত্তার চাদরে ঢাকা আছে। এখানে জেলা পুলিশের পক্ষ হতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে তবে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে দশমীর বিসর্জন অত্যন্ত সতর্কতার সাথে ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহ্বান করেন।
এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ হতে প্রতিটি পুজামন্ডপে শারদীয় শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।
এই পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া সহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.