সাব্বির হোসেন স্টাফ রিপোর্টার,যশোর : র্যাব সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল কেনার প্রস্তাব দিয়ে চালানোর ট্রায়াল দেয়ার নামে তা নিয়ে চম্পট দিয়েছে আব্দুল হালিম মালি (৫৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ২৭ সেপ্টেম্বর বেলা পৌনে একটার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বটতলাস্থ কবির মটর সাইকেল ওয়ার্কশপের সামনে।
পালবাড়ির মোড় গাজীরঘাট এলাকার মোহাম্মদ হালিমের ছেলে মিন্টু (৩২) কোতয়ালি থানায় দেয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঝুমঝুমপুর বটতলায় তার একটি যৌথ মালিকানাধীন মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। ওই দোকানে যেতো আসামি হালিম মালি। সে নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। সে তার কাছ থেকে তার মোটরসাইকেলটি (যশোর-ল-১১-১৪১৫) দুই মাস ধরে ১ লাখ ৪০ হাজার টাকায় কেনার প্রস্তাব দেয়। তিনি বিক্রি করবেন না বলে জানান। কিন্তু হালিম মালি গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দোকানে যায় এবং মোটরসাইকেলটি চালানোর কথা বলে নেয়। এরপর সে চলে যায়। আর ফিরে আসেনি। তার মোবাইল ফোন সেটটিও বন্ধ রয়েছে। তার সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারছেন না। তার ধারনা মোটরসাইকেলটি ট্রায়াল দেয়ার নামে চুরি করে নিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.