জাইদুল হক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।গত সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ডক্টর আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার ২ হাজার ৩৫০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে করে এমওপি সার দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.