আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে রাশিয়ার পুরুষরা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্য বুধবার রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা ভবিষ্যতে সেনাবাহিনীর প্রয়োজনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে। সব মিলিয়ে প্রায় তিন লাখ লোককে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হতে পারে।
পশ্চিমা সংবাদমাধ্যমের খবর মিথ্যা দাবি করে ক্রেমলিন বলেছে, যুদ্ধে যেতে সক্ষম এমন পুরুষদের পালিয়ে যাওয়ার খবর অতিরঞ্জিত।
অবশ্য বিবিসি দাবি করেছে, জর্জিয়ার সীমান্তে যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করা পুরুষরা ভীড় করছেন। তাদের মধ্যে কেউ কেউ বাইসাইকেলে করে এবং কেউ কেউ পায়ে হেঁটে সীমান্ত পারাপারের চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ বলেছেন, তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে অপেক্ষা করেছিলেন এবং সন্ধ্যায় সীমান্ত পার হতে পেরেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.