ঝিনাইদহ প্রতিনিধিঃ ক্রিকেটার আল আমিন হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজন ও এলাকাবাসী। বিভিন্ন পোষ্টার, ব্যানার, প্লাকার্ড হাতে বিক্ষোভ-মানববন্ধনে সবাই অংশ নেয় ।দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর উপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভোরণ পোষনের দাবি জানান হয় মানববন্ধন থেকে। এ সময় শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান বক্তব্য রাখেন। এছাড়া শৈলকুপার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধনে এলাকার নারীরাও অংশ নেন ।স্থানীয় কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে অবিলম্বে তার তদন্ত সহ আল আমিন কে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন এক আলআমিনের কারণে যেন বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়। ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান বলেন, তার কন্যার উপর যে নির্যাতন চলছে তার বিচার করতে হবে, তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চান ।প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর দায়েরকৃত এক অভিযোগে জানা গেছে, ২০১২ সালে ঝিনাইদহে তাদের বিয়ে হয় । ক্রিটেটার আল আমিন ঝিনাইদহ সদর উপজেলার ক্যাডেট কলেজ পাড়ার শাহ আলমের পুত্র আর তার স্ত্রী ইসরাত জাহান মিশু একই জেলার শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রামের ছবিবর রহমানের কন্যা। বিবাহিত জীবনে মাহমুদ আমিন মিনহাজ(৬) ও মাহমুদ আমিন মোহাইমিন(২) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।অভিযোগে স্ত্রী দাবি করেছে, বিয়ের পর থেকে ঢাকার মিরপুরে থাকা অবস্থায় একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন ভাবে তাকে অত্যাচার সহ ভরণ-পোষণ দেয়া বন্ধ করে দেয়। অবৈধভাবে সম্পর্ক গড়া মেয়ের সাথেই বসবাস করছে। প্রায়শ^ই মারধর সহ মানষিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি জোরপূর্বক ডিভোর্স পেপারে স্বাক্ষর নেয়ার চেষ্টা করতে থাকে। এমন অবস্থায় চলতি বছরের জুলাই মাসে দুটি সন্তান নিয়ে শ^শুর বাড়ি ঝিনাইদহে চলে আসে। সেখানে শাশুড়ি মনোয়ারা বেগম ও আল আমিন সেখান থেকে তাড়িয়ে দেয় ।স্ত্রী ইসরাত জাহান মিশু অভিযোগে বলছেন আল আমিন জাতীয় ক্রিকেটার হওয়ার কারণে সঠিক ভাবে কোথাও বিচার পাচ্ছেন না। দুই সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন কছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.