সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া( যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ওয়াদীপুর আলিম মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনের উদ্দেশ্য অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে নির্বাচন উপলক্ষে অভিভাবক সদস্যদের নিয়ে আলোচনার পর নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় । আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ ফেরদৌস হোসেনের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা সদস্য মাওঃ আঃ রাজ্জাক, দাতা সদস্য মোঃ আঃ গনি মোল্লা, মাদ্রাসার সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ ছাদেকুর রহমান, অভিভাবক সদস্য মোঃ সোহরাব হোসেন, সাবেক অভিভাবক সদস্য মোঃ আওরঙ্গজেব, মাওলানা এরশাদ আলি, সেলিম রেজা সাবু, মাদ্রাসা শিক্ষক হাদিউজ্জামান, আঃ জলিল, আঃ রহিম, তুহিন আক্তার পলাশ, আবু মোতালেব, আলাউদ্দিন সহ প্রমূখ এদিন সকাল ১১ টায় অভিভাবক সদস্যদের সমন্বয়ে প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মৌলানা আব্দুর রাজ্জাক এবং দাতা সদস্য আব্দুল গনি মোল্লাকে নির্বাচন করার পর ৪টি পৃথক এলাকা থেকে চারজন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয়। যতাক্রমে ১] ইবতেদায়ী সেকশন বাগডাঙ্গা, ঘোষনগর, ঘুনি থেকে আবুল কালাম। ২] রাধানগর, ওয়াদীপুর, রামচন্দ্রপুর থেকে দাখিল সেকশনে হারুনর রশীদ। ৩] মাহমুদপুর, আয়াপুর, খলিলপুর দাখিল সেকশন থেকে কামরুল ইসলাম। ৪] জামালপুর,মামড়াখোলা, দেয়াপাড়া থেকে আলিম সেকশনে মোঃ আব্দুল্লাহ এবং মহিলা সদস্য মোছা,নুছরাত জাহান, স্ব স্ব এলাকার অভিভাবকদের সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে নির্বাচিত হন বলে জানিয়েছেন মাদ্রাসার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ।