খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3256 বার
আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার : শনিবার সন্ধ্যায় পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণবারসহ হৃদয় নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শনিবার বিকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক পাচারকারী হৃদয় বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্ণেল মোহাম্মদ তানভীর আহম্মেদ জানায়, তাদের কাছে গোঁপন সংবাদ আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে পরে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহ ভাজন এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৩৩৩ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণবার পাওয়া যায়। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।