এসএম স্বপন : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০টি স্বর্ণের (২ কেজি ৩৩৩ গ্রাম) বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়ক এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে।

আটক হৃদয় হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে, পুটখালীর বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হৃদয় নামের ওই পাচারকারীর হাতে থাকা শপিং ব্যাগ সহ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকার বেশি।

অধিনায়ক আরও বলেন, যশোর সীমান্ত দিয়ে কোনো রকমই ঠেকানো যাচ্ছে না স্বর্ণ চোরাচালান। একের পর এক স্বর্ণের চালান আটক করছে বিজিবি। গত আগষ্ট ও সেপ্টেম্বর ২ মাসে ৭টি চালানে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ সহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা। গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আস্তে আস্তে তাদের চালানগুলো আটক করে তাদের সর্বশান্ত করে দিবো। তাদের আইনের আওতায় এনে স্বর্ণ চোরাচালান সীমান্ত থেকে নির্মুল করে দিবো।

আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।