নিজস্ব প্রতিবেদক : বাবা আমি মরে গেলে ভালো হতো। জালা যন্ত্রনা হতোনা। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। জ্বালা যন্ত্রনা সইতে না পেরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ বছরের নীলা যখন তার বাবাকে জড়িয়ে ধরে এ কথা গুলো বলছিলো তখন তার মা রত্না খাতুন আর চোখের পানি ধরে রাখতে পারেনি। কান্নায় ভেঙে পড়েছিলো তারা দুজনেই। তারা বড়ই অসহায়। কান্না ছাড়া আর কিছুই করার নেই তাদের। চোখের সামনে মেয়েটি মরতে বসেছে তবুও কিছু করার নেই। তারা যে এখন নিঃশ্ব।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান এর একমাত্র মেয়ে নীলা। আড়াই মাস বয়স থেকে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সেই থেকে দীর্ঘ ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছে তার বাবা। এখন জটিল আকার ধারন করেছে। নীলার পেট ফুলে পড়েছে। চিকিৎসক বলছেন এখনই অপারেশন করানো লাগবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবে আসাদুল? তাই মাথায় যেনো আকাশ ভেঙে পড়েছে। নীলা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। খাওয়া নেই। ঘুম নেই। খেলতে পারছেনা। স্কুলেও যেতে পারছেনা। তাই অস্থির অবুজ শিশুটি মা বাবাকে জড়িয়ে ধরে বলছে, মা" আমি মরে গেলেই ভালো হতো। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। যেখানে জ্বালা যন্ত্রণা বেঁচে থাকার আকুতি কিছুই থাকতো না। নীলাকে বাঁচাতে এগিয়ে আসুন সকলে। বাবা মায়ের একমাত্র মেয়ে নিলা বাঁচতে চায়। নিলার বাবার বিকাশ নং- 01784-554291
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.