সাঈদ ইবনে হানিফ : সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা করতে পারলে নিজের কাছে তৃপ্তি লাগে। আমাদের সমাজে অনেক অভাবি দরিদ্র পীড়িত মানুষ রয়েছে যারা অর্থের অভাবে ভালো ডাক্তারের সেবা নিতে পারে না । এজন্য দরিদ্রপীড়িত রোগাক্রান্ত হওয়া মানুষের সেবাদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই। ১৬ সেপ্টেম্বর বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম (রেজা ফারাজীর) নিজস্ব কার্য্যলয়ে বঙ্গ মাতা ফজিলাতুন্নেছা মুজিব স্বরণে আয়োজিত এক ফ্রী চিকিৎসা ক্যাম্পে এসব কথা বলেন,দেশ বরেণ্য চিকিৎসক সাবেক বিভাগীয় প্রধান (গাইনি বিভাগ) অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার । এদিন বিকেলে অনুষ্ঠিত এই ফ্রী চিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ, আবদুল মতলেব সরদার, সার্বিক সহযোগিতায় ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির স্বাধারণ সম্পাদক সাংবাদিক শুনিল দাস, এ্যাড,সুলতানা আরিফা মিতা, ওয়ার্ড রেজাউল ইসলাম (রেজা) ফারাজী, ব্যাক্তিগত সহকারী মনির হোসেন, বিকেল ৩ টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত প্রায় শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। উল্লেখ্য, অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার নিজের অর্থায়নে এপর্যন্ত বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার কয়েক হাজার মানুষ কে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেছেন, সামনে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।