নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে আ.লীগের হামলায় আহত হওয়া বিএনপি নেতা মো. আব্দুল আলিম যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

জানা গেছে, গত ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল পৌর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।

উক্ত দোয়া মাহফিল শুরুর পূর্ব মুহূর্তে আ.লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

হামলায় আহতদের মধ্যে মো. আব্দুল আলিমের অবস্থা ছিলো আশঙ্কাজনক। দীর্ঘদিন যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।

বিষয়টি বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান।

উল্লেখ্য, নিহত আব্দুল আলিম বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আহত থাকা অবস্থায় আব্দুল আলিমকে দেখতে গিয়েছিলেন।