নড়াইল প্রতিনিধি ॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা পদটি ৬ষ্ঠ গ্রেডে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নীতকরণসহ সকল শুণ্য পদ পূরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নড়াইল জেলায় কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়। জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (অ:দা:) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী, নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসা: নাসরিন সুলতানা, লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: ইসরাফিল হোসেন, অফিস সহকারী মো: জিয়াউর রহমান, মো: মনিরুজ্জামান, অভিজিৎ কুমার মন্ডল, মো: নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প) দেবদাস কুমার বিশ্বাস, মাহমুদুল হাসান, বেতার যন্ত্র চালক আবু সালেহ মো: মশিউর রহমানসহ তিন উপজেলার অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চারদিনের কর্মবিরতি শুরু করেন।বৃহস্পতিবার বেলা ১২টায় এ কর্মবিরতি শেষ হয়।
নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: নাসরিন সুলতানা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নতিকরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদটি ৯ম গ্রেডে উন্নতিকরণ, অধিদপ্তরাধীন সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুণ্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব ও নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে চারদিনের কর্মবিরতি শেষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.