নিজস্ব প্রতিবেদক, কলারোয়া: কলারোয়ায় বিষক্রিয়াযুক্ত খাদ্য গ্রহন করে ১৮ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়স্থ অবস্থিত মাদরাসাতুল বানতে আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায়।
জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে শিশু শিক্ষার্থীরা পেটে ব্যথা, যন্ত্রণা, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হলে তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান জানান, মাদরাসার বাবুর্চির রান্না করা ভাত, তরকারি খেয়ে শিক্ষার্থীরা অসুস্থতা বোধ করে। তবে এ সকল খাদ্যে কি কারনে বিষক্রিয়াযুক্ত হয়েছে সেটি জানা সম্ভব হয়নি। অসুস্থ্য শিক্ষার্থীরা হলো, লিজা (১২), সফিয়া (৯), মহিয়া (১১), সারা (৯), সাদিয়া (১০), তাসমিম হুমাইয়া (৮), সাফিয়া (১০), রুনা (১০), তাসনিন (১২), সুরাইয়া (১১), করিমন নাহার (১০), সামিরা (১৩), তাবাসছুম (১৪), তাসমিম তামান্না (১২), মোহনা (১১), রুপিয়া (৯), সাইমা (১২) ও মোহনা (১২)। এ বিষয়ে সরকারি হাপতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান জানান, কোমলমতি শিশুরা বিষয়ক্রিয়াযুক্ত খাবার খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে তবে প্রাথমিক চিকিৎসা শেষে সকল শিক্ষার্থী এখন সুস্থ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.