গ্রামের সংবাদ ডেস্ক : বেনাপোল আইসিপি হতে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশী টাকা, বিদেশী মদ এবং ০১টি মোবাইলসহ ০১ জন আসামী আটক প্রসংগে।
অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০৯২০ ঘটিকায় বেনাপোল আইসিপির আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবি কতৃক নিয়মিত তল্লাশীকালে ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করা হয়। প্রাথমিকভাবে ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তি ও তার লাগেজ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অপস্ অফিসারের উপস্থিতিতে অধিকতর তল্লাশী করে তার ব্যক্তিগত লাগেজের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুট এর প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় স্তরে স্তরে সাজানো ইউএস ডলার ২২,৩০০, সৌদি রিয়াল ৫৭,০০০, কানাডিয়ান ডলার ১০,০০০, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭,৪৩০/-, বিদেশী মদ ০৮ বোতল, ০১টি মোবাইল উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আশিক মিয়া (২৬), পিতা-নুরুল হক মোল্লা, গ্রাম-কলিম উল্যা মাষ্টার কান্দি, ঢংগী কান্দি, ডাকঘর-পালের চর হাট, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর। যার সিজার মূল্য ৫১,১৮,০১৬/-(একান্ন লক্ষ আঠার হাজার ষোল) টাকা৷
আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.