খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 70743 বার
সাঈদ ইবনে হানিফ, স্টাফ রিপোর্টার : সকল প্রকার জালানী তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি বিদ্যুতের লোডশেডিং, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম কে হত্যা এবং ইঞ্জিনিয়ার টিএস আয়ুব হোসেনের মুক্তির দাবীসহ,
সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৩০ শে আগস্ট মঙ্গলবার বিকেলে বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া
বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই (মনা) বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নার্গিস বেগম,বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,
জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান খান, আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ুর রহমান ।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা যুবদল,ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এসময় অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি বাড়ি ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।