ডেস্ক রিপোর্ট : রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো ডলারে আশা জাগাচ্ছে এগিয়ে যাওয়ার। দিনের পর দিন বেড়েই চলেছে প্রবাসীদের পাঠানো ডলার। প্রবাসীরা গত আগস্ট মাসজুড়ে ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) যার পরিমাণ প্রায় সাড়ে ১৯ হাজার ৩৫৯ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো আগস্টেও সবচেয়ে বেশি ৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ডলার। সবমিলিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ৩৫ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৪ কোটি ২৫ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৭৫ লাখ ডলার। দুইটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে ২ কোটি ৪৩ লাখ ডলার।
এর আগে, জুলাই মাসজুড়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা , জুনে পাঠিয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে পাঠিয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.