আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এদেশের হা-ভূখা মানুষকে মুক্ত করে তাদের জীবন মান উন্নয়ন করতে হবে। তিনি বাঙালি জাতির উপর পাকিস্তানিদের অমানুষিক নির্যাতন, নীপিঢ়ন, অনাচার, অবিচার মেনে সহ্য করতে পারেননি। নিরস্ত্র বাঙালি জাতিকে সাথে নিয়ে তিনি জীবন মরণ বাজি রেখে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেছিলেন। ছিনিয়ে এনেছিলেন স্বাধীন বাংলাদেশ নামক ভূ-খন্ড। কিন্তু সেই বাঙালি জাতির একটি অভিশপ্ত চক্র এদেশের ক্ষুধার্ত মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার জুটুক, এদেশের মানুষ একটু স্বাচ্ছন্দে জীবন যাপন করুক, এদেশের মানুষ তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুক, তা তারা মেনে নিতে পারেনি। ষঢ়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট, ও’রা হত্যা করেছিলো “বাঙালি জাতির জনক” ক্ষুধার্ত মানুষের ভাগ্য উন্নয়নের জাগ্রত স্বপ্নদ্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু সেখানেই ক্ষ্যান্ত হয়নি তারা, সেদিন একে একে বুলেটের নির্মম আঘাতে হত্যা করেছিলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ তাঁর সন্তান পরিজনদের। ভেবেছিলো বঙ্গবন্ধুর ঔরষের কেউ বেঁচে থাকলে তাদের বাঙালি দাবিয়ে রাখার মিশন আর লুটেপুটে খাওয়ার বাদশাহীপনা কোনদিন বাস্তবায়ন হবেনা। রাখে আল্লাহ, মারে কে! সেদিন বিদেশে থাকার কারণে নরখাদকদের সেই হত্যার মিশন থেকে বেঁচেগিয়েছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া তাঁর জৈষ্ঠ কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কণিষ্ঠ কণ্যা শেখ রেহেনা।
বেনাপোলে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ বেনাপোল পৌর শাখার উদ্যোগে আয়োজিত বিশাল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে একথা বলেন তিনি।
জাতীয় শ্রমিকলীগ বেনাপোল পৌর শাখার আহবায়ক রাজু আহম্মদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক মঞ্চে সাংসদ শেখ আফিল উদ্দিন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনকে এক মঞ্চে রাজনীতি করার আহবান জানান। বলেন, আওয়ামীলীগের পরিচয় দিয়ে যারা সকল রাজনৈতিক সুবিধা ভোগ করছেন তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না। সকলে এক মঞ্চে এসে আওয়ামীলীগের উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, জামায়াত-বিএনপিরা এদেশের উন্নয়ন দেখে ইশান্বিত হয়ে আওয়ামীলীগের রাজনীতিকে চিরতরে উৎখাত করতে চায়। তাদের সেই আকাশচুম্বী স্বপ্ন যাতে আর কোনদিন বাস্তবায়ন না হয় সেজন্য আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণ আওয়ামীলীগের উন্নয়নের সাথে আছে, কেবল আওয়ামীলীগের দলের ভিতরের মানুষগুলো খন্ড খন্ড মঞ্চ তৈরি করায় তারা সুযোগ নিয়ে আওয়ামীলীগের কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। তাই, এখনই। আর সময় নেই ঘরে বসে সুবাতাশ খাওয়ার। নিজেদের ভিতর লুকিয়ে রাখা সকল দ্বন্দ, ভেদাভেদ ভূলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখার মিশন নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে আওয়ামীলীগের উন্নয়নের কথা বলতে হবে। সর্ব্বপরি ভোট প্রার্থনা করতে হবে।
উক্ত শোক দিবসের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিকুর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, মোকলেছুর রহমান কাকন, বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, আওয়ামীলীগের সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোরাদ হোসেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উলাশীর সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক, পুটখালী ইউপি চেয়ারম্যানও আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার, সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুস সবুর, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, রেজা, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতা মোস্তাক হোসেন স্বপন, সহ সভাপতি আলীকদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসীম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অহিদুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.