আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে বঁনগা মহাকুমার বাগদা থানার পুলিশ জানান।
পুলিশ আরো জানান, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে ধর্ষিতা। নির্যাতিতার অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই জওয়ান।
বনগাঁ পুলিশের এসপি তরুণ হালদার বলেন, ‘এক মহিলা অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করেছেন দুই জওয়ান। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জওয়ানকে গ্রেফতার করেছি। তাদের একজন এএসআই ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।’
এসপি জানান, ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.