মোঃ মিল্টন কবীর (মিন্টু) কলারোয়া,সাতক্ষীরা, প্রতিনিধি : কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি হতে বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, রাস্তার কার্পেট উঠে এসেছে" খ" গুলো উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কাদাপানি শুষ্ক মৌসুমে ধূলাবালিতে পরিনত হয় একাকায় ৷
এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজন সহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও ,এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি অভিযোগ এলাকাবাসীর।
সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার পাশাপাশি জনসাধারণের কষ্ট লাগবে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, এলাকার সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.