গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার বিকালে মৃত ব্যক্তিকে যৈদ্দপুর গোরস্থানে দাফন করতে গেলে দাফন কাজে বাধা দেয় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিবাগের বাসিন্দা শরীফ মাস্টার।
জানা যায় পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের চাকুরীজীবি লতিফুর ইসলাম আকন্দের লাশ তার ছেলে মুয়াজ্জিন হোসেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যৈদ্দপীর গোরস্থানে লাশ দাফন করিতে গেলে বাধা প্রদান ও খোরানো কবর ভাংচুর করে শরীফ মাস্টার নামে এক ব্যাক্তি তার ছেলে ও সহযোগীদের নিয়ে। সে সময় দাফন কারীদের সাথে ঠেলা হাপচা ও কথা-কাটাকাটি হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যান, পীরগঞ্জ থানা পুলিশ। পরে প্রশাসনের নির্দেশক্রমে পাশেই নতুন করে কবর খোরে দাপনের কার্য সন্পন করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন কাজটা মোটেই ঠিক করেনি। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.