ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজার গাছ সহ কালু শেখকে গ্রেফতার করেছেন র্যাব-৬। সোমবার গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদেন ভিত্তিতে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচারনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২ টি গাঁজার গাছ সহ কালু শেখ কে গ্রেফতার করে র্যাব। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.