ডেস্ক রিপোর্ট : লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার দু’দিন ধরে বিচ্ছিন্নভাবে মাছ ধরার ট্রলার ডুবি ও জেলে নিখোঁজ হয়। এতে বরগুনার পাথরঘাটার প্রায় ৪শ জেলেসহ অন্তত ৪১টি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। এতে পাথরঘাটার জেলে পল্লীতে আহাজারি চলছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে প্রচন্ড ঝড়ের কবলে পরে এসব জেলেরা নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে শতাধিক মাছ ধরার ট্রলার নিখোঁজ থাকলেও ইতিমধ্যে অনেক ট্রলারের খোঁজ মিলেছে। এরা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছিল।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্ভবত নিখোঁজ ট্রলার গুলো ঝড়ের কবলে পরে ভারতের জলসীমায় প্রবেশ করেছে।
এছাড়াও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার এফবি বাদশাহ, এফবি সানাউল, এফবি নুরুল আমিন, এফবি মা-বাবার দোয়া, এফবি মিন্টু, এফবি সরোয়ার, এফবি মায়ের দোয়া, এফবি আল আমিন সহ মোহাম্মদ আল আমিন মোল্লার দুটি ও আলম মোল্লার ট্রলার সহ ত্রিশটি ট্রলার সহ মাঝিমাল্লাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মুমিনুল ইসলাম জানান, পাথরঘাটা পৌর শহরের সোহাগ হাওলাদারের মালিকানাধীন এফবি হাওলাদার ট্রলারটি ঘাটে ফেরার পথে উল্টে যায়। পরে ১৭ মাঝিমাল্লাকে অন্য একটি ট্রলারে উদ্ধার করে আজ শনিবার পাথরঘাটা ঘাটে নিয়ে আসা হয়েছে। এছাড়াও এখন পযর্ন্ত বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে নিখোঁজ হওয়া দেড়শতাধিক জেলের তালিকা পেয়েছি। আরো নিখোঁজের সংবাদ পাচ্ছি। এ নিয়ে আমাদের বিভিন্ন স্টেশনের কোষ্টগার্ড সদস্যরা সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.