সাঈদ ইবনে হানিফ ঃ যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ রায় (এমপি) বলেছেন, পৃথিবী জুড়ে যখন অশান্তির বাতাস বয়েছে, তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। তারই অন্যন্য উদাহরণ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে যশোরের বাঘারপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রনজিৎ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক সম্প্রতির লীলাভূমি হবে বাংলাদেশ। ষড়যন্ত্রকারী কিছু বললে দেশ ত্যাগ না করে, প্রতিরোধ করতে হবে। একটি মহল দেশের শান্তি নষ্ট করতে শুধু হিন্দু নয় মসজিদের ইমামসহ অন্য ধর্মালম্বীদের উপর হামলা করেছে। তাদের প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে। আজকের এই মহৎ দিনে জীবের প্রতি প্রেম নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটা শিক্ষা হিসাবেই নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদরের সভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অসীম দাস ফেলান, ধলগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, অভয়নগরের আওয়ামীলীগ নেতা ড. প্রদীপ কুমার দে, আওয়ামী লীগ নেতা মুন্সি বাহার উদ্দিন, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রনি ভৌমিক প্রমুখ।
এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি। পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.