খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3050 বার
বাগআঁচড়া প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভে নেতৃত্ব দেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াছ কবির বকুল ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম। সকালে বাগআঁচড়া আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী শ্রমিক লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন। শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ শান্তি, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খায়রুল আলম দুষ্টু, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলী আহমদ মেম্বার, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব পল্টু, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা চঞ্চল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আলমগীর কবির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু তালেব মন্ডল, সাতমাইল বঙ্গবন্ধু একতা সংঘের সভাপতি গাজী আলম, সাধারণ সম্পাদক মোঃসাইফুজ্জামান দীপু, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া,কায়বা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ
সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।