নড়াইল প্রতিনিধি: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে নড়াইল শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা শিশু একাডেমি চত্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ২শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহন করে।
কবিতা আবৃতি প্রতিযোগিতায়- ক-গ্রুপ- প্রথম- নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নওরিন আজম মৃধা, খ গ্রুপ- প্রথম- নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ঈপ্সিতা বকসী,গ গ্রুপ- প্রথম- লোহাগড়া সরকারি পাইলট উচ বিদ্যালয়ের নুসরাত ইসলাম, চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপ- প্রথম- মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়র নন্দিনী পাল, খ-গ্রুপ- মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহিয়া আল মাশরী, গ-গ্রুপ- নড়াইল সরকারি উচ বিদ্যালয়ের মুন্তাসির রহমান মাহিন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওলিয়ার রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ তাজুল ইসলাম, শিশু একাডেমির কর্মকর্তা, প্রতিযোগী শিশু ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.