সানজিদা আক্তার সান্তনা, যশোর অফিস : "আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় ভূমিহীন-গৃহহীন (ক শ্রেণি) পরিবারকে শতভাগ পূর্ণবাসনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই সময় শার্শায় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, বিজিবি ও আনসার সদস্যরা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.