শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘ দিনের চলমান দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আজ রবিবার নদী ভাঙন কবলিত শিবগঞ্জের পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এর স্থানান্তরের বিষয়ে পাঁকা, লক্ষীপুর, কদমতলা ও নিশিপাড়া চর পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহা: গোলাম কিবরিয়া, পাঁকা ইউপি চেয়ারম্যান মোহা: আবদুল মালেক, উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হক, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষকে নিয়ে উক্ত স্কুলের মাঠে উন্মুক্ত পরিবেশে একত্রে বসা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ, সুচিন্তিত মতামত এবং শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া অর্থাৎ সকল বিষয় বিবেচনা করে দেখা যায় প্রায় ৯০% লোকের সমর্থন স্কুলটি নিশিপাড়া চরে নেওয়ার এবং ১০% লোক বিশ রশিয়া রাখার পক্ষে সমর্থন দেন।
সংখ্যাগরিষ্ঠের মতামত ও সমর্থনের ভিত্তিতে পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয়টি নিশিপাড়া চরে স্থানান্তরের সিদ্ধান্ত দেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হায়াত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.