খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6306 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে নারিকেলগাছ পরি স্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের শর্টে গ্রুতর আহত হয়েছে আব্দুর রহমান (৪০) নামে একব্যক্তি।
আহত আব্দুর রহমান যশোর সদরের পদ্মবিলা গ্রামের আবুল হোসেন ছেলে। আব্দুর রহমান এলাকায় নিয়মিত ভাবে মানুষের নারিকেল গাছ পরিস্কার করে জীবিকা নির্বাহ করে থাকে । যার ধারাবাহিকতায় শনিবার ৬ আগস্ট সকালে প্রতিদিনের মতো নারিকেল গাছ পরিস্কার করার উদ্দেশ্যে বাঘারপাড়ার রাধানগর গ্রামের জনৈক ব্যাক্তির নারিকেল গাছ পরিস্কার করতে গাছের মাথায় উঠিলে গাছের উপরে বিদ্যুতের তার থাকায় গাছের পাতার ঘর্ষেনে লাইনের তারে শর্ট হয়ে যায়,
সেই শর্ট লাইনে শর্ট খেয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। এসময়ে স্থানীয় লোকজন বাঘারপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে নারিকেল গাছ হতে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুর রহমান বর্তমানে বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।