আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : যশোরের শার্শার এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রুপরেখা নিয়ে জনগণের পাশে দাড়িয়েছেন। উন্নত জাতি গঠণে একের পর এক সমৃদ্ধশালী প্রকল্প হাতে নিয়ে সরকারের সকল দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে জনগণের দোরগোড়াই পৌঁছে গেছেন আওয়ামীলীগ সরকার। ভিক্ষুক মুক্ত দেশ গঠনের অঙ্গিকার প্রায় সফল হতে চলেছে। ভূমিহীনদের দেওয়া হচ্ছে ঘর নির্মাণ করে বসত ভিটা। জমি আছে ঘর নেই, এমন মানুষদের করে দেওয়া হচ্ছে আশ্রয়স্থল। যার কার্যক্রম প্রায় শেষের দিকে। এখন, বিদ্যুতের আলো প্রত্যন্ত পল্লী অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বপ্রান্তে ধ্রুব তারার মতো জ¦লছে। পাকা রাস্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় বিদ্যুতকে কাজে লাগিয়ে জেগে উঠেছে ভূতুড়ে পল্লীরও গণজীবন। গ্রামের মানুষ এখন শহরের মানুষের সাথে পাল্লা দিয়ে চলছে। গ্রামগঞ্জে গড়ে উঠছে মিল ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ধরণের শিল্প কল-কারখানা। যেকারণে প্রতিনিয়ত ঘুঁচে যাচ্ছে দেশের মানুষের বেকারত্বের অভিশাপ। গ্রাম্য অর্থনীতিতে আসছে আমূল পরিবর্তণ। এ উন্নয়নের জোয়ার দেশের সকল প্রান্তে মিলিত হওয়ায় বাঙালি জাতি আজ বিশ^ মানচিত্রে উন্নত জাতিতে রুপ নিচ্ছে।

মঙ্গলবার দিনব্যাপী শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটরিয়াম ভবনসহ প্রশাসন চত্বরে আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ.
২০২১-২০২২ অর্থবছরে শার্শা উপজেলা পরিষদের আওতায় এডিপি এবং রাজস্ব উন্নয়ন বাজেটের অর্থ দ্বারা বাস্তবায়িত প্রকল্প সমূহের মাধ্যমে এ উপজেলার জনগণের কল্যাণে খেলাধুলা সামগ্রী,দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাকেল, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ভ্যানগাড়ি বিতরণ. জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে এডিবির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় বিকল্প কর্মসংস্থানে সম্পৃক্ত মৎস্যজীবীদের ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের দৃশ্যমান চিত্রের কথা বলেন শেখ আফিল উদ্দিন এমপি।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্রী নারায়ন চন্দ্র পাল।

উক্ত অনুষ্ঠান মালায় বিশেষ অতিথির বক্তব্যে শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম মানচিত্রের জন্ম দিয়েছে আওয়ামীলীগ; এজন্য এদেশের মানুষকে সন্তান সমতূল ভাল রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। যেসরকারের নেতৃত্ব দিচ্ছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা শেখ হাসিনা। যার মেধা, মনন, কায়িক পরিশ্রম, নয়ন কেবল বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করে।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ যেখানে আওয়ামীলীগের টানা ৩য় বারের রাষ্ট্রীয় ক্ষমতায়নে বিশে^র মানচিত্রে হা-ভূখা বাঙালি থেকে উন্নত দেশে নাম লেখাচ্ছে ঠিক সেসময়েও এদেশের কুচক্রীমহল পিছন থেকে টেনে নামনোর চেষ্টা করছে। তারা স্বাধীনতার পূর্ববতী সময় থেকে অদ্যবধি নানা ষঢ়যন্ত্রে লিপ্ত হয়ে বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতিতে দাবিয়ে রাখার চেষ্টা করছে। যা বাংলাদেশের মানুষ কখনও মেনে নেবেনা। আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আওয়ামীলীগের জোয়ারে গা ভাসিয়ে বেড়ানো সুযোগ সন্ধানী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে কেউ আওয়ামীলীগের ভিতর কোন্দল সৃষ্টি করে দিয়ে আঁকা-বাঁকা পথে হাটবেন না। এখনও সময় আছে, সবাই সোজা হয়ে যান; আওয়ামীলীগ সরকারে আছে বলেই নিজেদের চেহারা এখন সুন্দর দেখতে পাচ্ছেন, হেলে দুলে বেড়াচ্ছেন, ক্ষমতায় না থাকলে বুঝতে পারতেন; দেশের উন্নয়নতো পরের কথা, আপনার আমার পিঠের চামড়া থাকতো কি/না।

এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ফজিলাতুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু, শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, সমবায় কর্মকর্তা আক্কাস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বিভিন্ন কর্মকান্ডে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রীদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানান।