শালিখা( মাগুরা) প্রতিনিধিঃ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা, র্যালি পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে।২৪ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী প্রমূখ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.