আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ঝিকরগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হলো গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রায় ১১’শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়নি। নীতিমালা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি করতে হলে ঐ শিক্ষার্থীর ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রবেশ পত্র এবং প্রশংসা পত্র জমা নেয়া বাধ্যতামুলক। তবে গত দু’বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসা পত্র জমা নিয়ে ভর্তির কথা বলা হয়েছে। কিন্তু গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, যেটি সুস্পষ্ট সরকারি নীতিমালা লংঘন। এবিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু বলেন, এবছর আমার স্কুলে ২১২ জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্র বা অন্য স্কুল থেকে আগমনের প্রত্যায়ন পত্র বাদেই তাদেরকে ভর্তি করেছি। এটা সরকারি নীতিমালার বিরোধী কিনা এর জবাবে তিনি বলেন, আমরা নিইনি, আপনার হাতে কলম আছে যা ইচ্ছে লিখতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না।

এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব শাহিদুল ইসলাম জানান, প্রশংসা পত্র বাদে কোনো শিক্ষার্থীকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ নেই। তাহলে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিভাবে এতগুলো শিক্ষার্থী বিনা ডকুমেন্টসে ভর্তি হলো এর জবাবে তিনি বলেন, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আজ ২১/৭/২২ তারিখ তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্হা গ্রহণ করবো।