সাঈদ ইবনে হানিফ ঃ স্টাফ রিপোর্টার ।। যশোরের অভয়নগরে জহিরুল ইসলাম ওরফে বাবু (৩৫) নামের এক পাষান্ড স্বামী স্ত্রী ও দুই কন্যা সন্তানকে শ্বাসরোধে করেছে বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছে। ১৫ জুলাই শুক্রবার দুপুরের দিকে উপজেলার চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার জহিরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ওরফে বিথী (৩২) বড় মেয়ে সুমাইয়া (৯) ও ছোট মেয়ে সাফিয়া (২)। ঘাতক জহিরুল যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী ও দুই মেয়েকে নিয়ে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে সদর উপজেলার বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন জহিরুল। বেলা দেড়টার নাগাদ তাঁরা উপজেলার ভৈরব নদের নগর খেয়াঘাট পার হয়ে চাঁপাতলা গ্রামে পৌঁচ্ছান। তখন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল। এসময় চাঁপাতলা গ্রামে একটি কলাবাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় স্ত্রী ও দুই মেয়েকে গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন ঘাতক জহিরুল। এরপর লাশ বাগানে ফেলে রেখে বাড়িতে চলে আসে।
বাড়িতে ফিরে স্বজনদের কাছে স্ত্রী ও সন্তানদের হত্যার কথা জানান। বিকেল পাঁচটার দিকে তাঁর স্বজনেরা সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্ধ্যা ছয়টার দিকে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ জহিরুলকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানায়, জহিরুল ইসলাম তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে শ্বাস রোধ করে হত্যা করেছে। এই ঘটনাই তাকে গ্রেপ্তার করে আমরা অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন জহিরুল। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জহিরুলকে নিয়ে লাশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.