ডেস্ক রিপোর্ট : বিক্ষোভ, জনরোষ থেকে বাঁচতে পদত্যাগপত্রে সই করেই মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু সে দেশেও তার বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন হাজারো বিক্ষোভকারী। ফলশ্রুতিতে মালদ্বীপ থেকে স্ত্রী এবং দুজন দেহরক্ষীসহ সিঙ্গাপুরে যান গোতাবায়া।
এর আগে চেঙ্গি বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলে আসছে। চলতি বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মাহিন্দা রাজাপাকসের স্থলাভিষিক্ত হন রনিল বিক্রমাসিংহে। এখন তার পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার সেনাবাহিনী ‘যা করতে হয়, তাই করার’ নির্দেশ দিয়েছেন।
এদিকে, সম্প্রতি বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা না এলে তারা দেশটির সরকারি বাসভবন ছাড়বেন না। সব মিলিয়ে শ্রীলঙ্কায় বিশৃঙ্খল রাজনৈতিক আবহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.