অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারার পর তামিম ইকবাল প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে চাননি। দেননি কোনো অজুহাতও। সরাসরি নিজেদের দায়ী করেছেন তিনি।
৮ উইকেটে হারা ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো সন্দেহ নেই তারা খুব ভাল বল করেছে। কিন্তু আমরা কেবল নিজেদের দায়ী করতে পারি। ব্যাটিং নিয়ে আমাদের যে গর্ব তার আশেপাশে ছিলাম না। আমরা এখানে অনেকদিন আছি। কাজেই প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারছি না। আমাদের জন্য তা নতুন কিছু না।’
বাংলাদেশ শনিবার টস হেরে আগে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয়। ২১.২ ওভারে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকেরা।
তামিম এখন পরের ম্যাচে তাকিয়ে, ‘সবাই জানে প্রত্যাশাটা কী। আশা করছি পরের ম্যাচে ভালো পারফর্ম করব।’
২৮ ওভারের ভেতর ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছয় নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৪ বলে ২৭ রান করেন তিনি।
ব্যাট হাতে জন্মদিন উদযাপন করার আশায় উইকেটে নামা তামিম ইকবাল প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ছক্কা মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি চারও। ওই শেষ। ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হন এলবিডব্লিউ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.