কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হন। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের হাওয়াখালী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ার ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদীর নাড়িতা এলাকার শাহ আলমের ছেলে মারুফুল আলম পিয়াস (২৭), মিরপুর উপজেলার বরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২৩)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকার মৃত নিজামের ছেলে বাপ্পি (২০) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে কাজল (১৮)।
এসআই মহিরুল ইসলাম বলেন, বিকালে সাতবাড়ীয়া হাওয়াখালী মাঠের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে স্থানীয়রা আহত আরোহীদের উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিন জনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.