নিজস্ব সংবাদদাতা, বরগুনা : বরগুনার তালতলী শুভসন্ধ্যা সৈকতে পরিবার ও স্বজনদের সঙ্গে সাগরে গোসলে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন।

বুধবার বেলা ১২টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুঁই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন।

উদ্ধারকৃতরা হলেন- মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (০৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়ে জুঁইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুড়তে যান। পরে সবাই মিলে পায়রা নদীর সাগর মোহনায় গোসল করতে নামেন। এসময় ঢেউয়ে তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে চলে যান তারা সবাই। পরে খোঁজাখুঁজির পর তিনজনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তা ও শিশু জুঁই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।