সারা বিশ্ব ডেস্ক : পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সোমবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে ডেইলি মিরর সুত্রে জানা গেছে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সোমবার পদত্যাগপত্রে সই করলেও তা কার্যকর হবে আগামীকাল বুধবার (১৩ জুলাই) থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে কাল জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা এটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন।
এদিকে, গণমাধ্যমে প্রকাশিত গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও তা প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র। তাঁরা ডেইলি মিররকে নিশ্চিত করেছে, রাজাপাকসে দেশেই আছেন। সশস্ত্র বাহিনী তাঁকে নিরাপত্তা দিচ্ছে।
ঘনিষ্ট সূত্রে আরো জানা যায়, গতকাল সাড়ে ৯ টায় দেশটির তিন বাহিনীর সাথে স্বশরীরে দেখা করেছেন তিনি, এবং তিনি দেশেই আছেন। তবে তিনি কোথায় অবস্থান করছেন করছেন তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রীর বাসভবনেও অবস্থান নেন।
এদিকে, বিক্ষোভ জোরালো হলে গত শনিবারই গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার করা গঠন হলে তিনি পদত্যাগ করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.