গ্রামের সংবাদ ডেস্ক : ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় গরু-ছাগল জবাই করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল ৭টায় ঈদের জামাত আদায় শেষেই মূলত কোরবানি শুরু হয়।
রবিবার (১০ জুলাই) সকালে ঈদের জামাত শেষে করেই মূলত কোরবানি দেয়া শুরু করেছেন লোকজন।
বন্দর নগরী বেনাপোল গাজীপুর কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। জামাত শেষে কোরবানির জন্য কেনা গরু জবাই করেন ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান। তিনি জানান, স্থানীয় মসজিদের ইমামই গরুটি জবাই করেছেন।
গাজীপুরের ২নং গেটের সামনে বাড়িওয়ালা মোঃ রমজান আলী, মোঃ নুর ইসলাম ও মো: রহমত আলী । এলাকার বায়তুন নূর জামে মসজিদে ঈদের জামাত শেষে বাড়ির সামনেই গরু কোরবানি দিয়েছেন।
তিনি বলেন, বাড়ির সামনের করিডোরে গরু কোরবানি দেওয়া হয়েছে। কসাইকে আগে থেকে বলা ছিল। পর্যাপ্ত পানির ব্যবস্থাও আছে। এখানেই মাংস কাটাকাটি করে ফেলব। তারপর যত দ্রুত সম্ভব সব বর্জ্য ধুয়ে-মুছে ফেলবো।
নাভারণ এলাকার সাংবাদিক মোঃ ইয়ানুর রহমান বলেন, যথা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করছি। নিজের এলাকার স্বার্থেই পশুর রক্ত, বর্জ্য ও আবর্জনা সব পরিষ্কার করে ফেলবো আমরা নিজ উদ্যোগে। আশা করছি, দুপুরের মধ্যে পুরো এলাকা পরিষ্কার হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.