নড়াইল প্রতিনিধি : ধর্মীয় উস্কানি দিয়ে ফেসবুক স্টাট্যাস দেওয়াকে কেন্দ্র করে নড়াইল মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধক্ষ্যকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে নড়াইলে “নিপিড়নের বিরুদ্ধে নড়াইল” ব্যানারে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারক লিপিতে ধর্মীয় উস্কানী দেয়া ছাত্র রাহুল দেবের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ উস্কানীদাতা কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিচার,অধ্যক্ষ স্বপন কুমারকে কলেজে নিরাপত্তা সহ স্বপদে বহাল এবং বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলা হয়েছে।
বুধবার (৬জুলাই) সকাল ১০টায় নড়াইল আদালত চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
“নিপিড়নের বিরুদ্ধে নড়াইল”আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এর সভাপতিত্বে এড. কাজী বশিরুল হক এর পরিচালনায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ্যড. এস এ মতিন, এড.রওশনআরা কবির , বাংলাদেশ জাসদ সভাপতি এ্যড. হিমায়েত উল্ল্যাহ হিরু, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস,সহ-সভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, এ্যড. আব্দুল মুকতি লাবলু, আইনজীবি সমিতির সভাপতি এড.ওমর ফারুক সাধারন সম্পাদক এ্যড. মাহামুদুল হাসান কায়েস, এ্যড. উত্তম কুমার, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এ্যড. নজরুল ইসলাম, এ্যড. রবিন কুমার রায় প্রমূখ।
বক্তরা বলেন, জেলা প্রর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা সহ প্রায় ৩’শ পুলিশের উপস্থিতিতে একজন নিরাপরাধ শিক্ষকে কেন জুতার মালা পরিয়ে কলেজ ঘোরানো হয়েছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশ সুপার,জেলা প্রশাসক কে দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলেন। কলেজের আভ্যন্তরীন রাজনীতির কারনে শিক্ষককে জুতার মালা পরানো কে জাতির প্রত্যেক কে জুতার মালা পরানো উল্লেখ করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটিকে দোষী সাব্যস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.