আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋসি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ঋষি সুনাক তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘সরকারি পদ ছেড়ে দেওয়ায় আমি মর্মাহত। কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।’
তিনি আরও লিখেছেন, ‘জনগণ ন্যায়সঙ্গতভাবে আশা করে সঠিকভাবে, দক্ষতার সঙ্গে ও গুরুত্ব সহকারে সরকার পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি যে, এসব মানদণ্ডের জন্য লড়াই করা জরুরি। আর এজন্যই আমি পদত্যাগ করেছি।’
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর তার আস্থা নেই। তিনি আর বিশ্বাস করেন না যে, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে জাতীয় স্বার্থ রক্ষার সক্ষমতা বরিস জনসনের রয়েছে। তাই তিনি আর জনসনের সরকারে থাকতে চান না।
কনজারভেটিভ পার্টি থেকে বরিস জনসনকে পদত্যাগে বাধ্য করলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋসি সুনাক ও সাজিদ জাভিদ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.